Sat. Dec 21st, 2024

গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষ্যে স্বাগত মিছিল

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর রোজ রোববার বেলা ২ টার সময় গাংনী ঐতিহ্যবাহী ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সন্ধ্যায় গাংনী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গাংনী পৌর শহরে বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ও পৌর জামায়াত ইসলামী ও যুব বিভাগের সহযোগিতায় স্বাগত মিছিল বের করা হয়।মিছিলটি গাংনী উপজেলা শাখা কার্যালয় থেকে ব্যানার সম্বলিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব প্রদান করেন, কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন,মাহবুব হোসেন,আমির হামজা, রোমানুজ্জামান রোমান প্রমুখ। মিছিলে ৫ শতাধিক নেতা কর্মী ‘’ নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, আল কোরানের আলো ঘরে ঘরে জ্বালো ’ শ্লোগানে মিছিলটি মুখরিত হয়ে উঠে।

Related Post

Leave a Reply