এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২২ ডিসেম্বর রোববার দুপুরে চলমান মাদকবিরোধী অভিযানে দিনাজপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর কার্যালয়ের (ডিএনসি) পরিদর্শক মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি অভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশবাড়ী ইউপির সারাঙ্গাই গ্রামের সোলাইমান আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৫) এর শয়ন ঘরে তল্লাশি চালায়। এসময় খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভিতরে রাখা ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে।