Tue. Dec 24th, 2024

আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে, মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহবান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা শান্তিতে ঘুমাতে চাই। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, না আবার আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান। তাহলে ৫ আগষ্ট সবাই যেভাবে রাস্তায় নেমেছিলেন, আবার সেই একই ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাঠে নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায় এর জন্য, ভোটের অধিকার আদায় এর জন্য। ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা পাওয়ার জন্য।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি।

জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ধরনের অধিকার নিশ্চিত করা হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ দেশের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, শ্রমিকের ন্যায্য হিৎস্যা নিশ্চিত করব। আর বিনা কারনে গায়েবি মামলা আর হত্যা করা খুন করা না হয় এটি নিশ্চিত করব।

দেশে বাকশাল কায়েম করে টিকতে না পেরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তবে ভারতে গিয়ে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে অভিযোগ করে মহাসচিব বলেন, দেশ ছেড়ে ওপারে পালিয়ে গিয়ে হাসিনা ওখান থেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে এখানে নাকি আমাদের হিন্দু ভাইদের ওপর অত্যাচার করা হচ্ছে। আমরা খুব শান্তিপ্রিয় মানুষ। আমরা সব সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান একসঙ্গে বসবাস করি। আমাদের দেশে কোন সাম্প্রদায়িকতা নাই।

ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমি ছাত্র-জনতাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইয়েরা ১৫ বছর লড়াই করেছেন, তাদের ধন্যবাদ জানাতে চাই। তারা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যেন আমরা দেশে আবার একটা গণতান্ত্রিক পথ সৃষ্টি করতে পারি। আমরা এখানে সব মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। কেউ তিনবার ১৫ বছর ধরে ভোট দিতে পারেন নাই। এই ভোটের অধিকারটা আমরা ফিরিয়ে দিতে চাই।

দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভা স্থলে আসা শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। মুখে ¯েøাগান আর হাতে ধানের শীষ নিয়ে জনসভা মুখরিত করে তোলেন কর্মীরা। দলটির মহাসচিব মঞ্চে আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা মাঠ।

সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য সহ দলটির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাবৃন্দরা।

Related Post

Leave a Reply