আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে মাঠ, পার্ক, উন্মুক্ত স্থান, স্থানীয় জনগনকে শরীরচর্চায় উদ্বুদ্ধকরণে গাইড লাইন প্রণয়ন বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় বেসরকারী মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্র মউকের আয়োজনে এবং সেন্টার ফর ল’ এন্ড পলিসি এফেয়ার্স এর সহযোগিতায় গাংনী পৌরসভার হলরুমে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমঝুপিস্থ মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও গাংনী পৌর সভার প্রশাসক প্রীতম সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদু জ্জামান , গাংনী উপজেলা য্বু উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, পৌর সভার সদস্য সচিব প্রকৌশলী শামীম রেজা প্রমুখ।
এ্যাডভোকেসী সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ,মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম ।আলোচকবৃন্দ খেলাধূলা ও শরীরচর্চায় জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে করণীয় এবং সুপারিশমালা তুলে ধরেন। অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ কওে যা দেশের মোট মৃত্যুর অধের্কেরও বেশী। তাই এই মৃত্যু রোধে এবং এ সকল সমস্যা মোকাবেলা করতে স্বাস্থ্য সম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত কায়িক পরিশ্রম, তামাক জাতীয় দ্রব্য পরিহার, পরিবেশ দূষণ সর্বোপরি নিয়মিত শরীর চর্চা ও খেলা ধূলা করার সুপারিশ করা হয়। এক্ষেত্রে করণীয় বিষয়খ যেমন শারীরিক শিক্ষা ও প্রশিক্ষণ, প্রশাসনের সম্পৃক্ততা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন কল্পে বরাদ্দ বৃদ্ধি, সাঁতারের ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা, হাটাহাটির জন্য নিরাপদ রাস্তা , ক্রীড়া শিক্ষকদেও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সুপারিশ সমূহ তুলে ধরা হয়।
মানব উন্নয়ন কেন্দ্র মউক এর উপানুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, মউকের সালিষ কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার ফাইমা আক্তার, সাংবাদিক তোফায়েল হোসেন, সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম, এনামুল হক ও নবীরউদ্দীনসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ।