Wed. Dec 25th, 2024

সিংড়ায় ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

হারুন অর রশিদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় তিন দিনব্যাপি ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণের সমাপনী করা হয়। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে ও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে পৃথক দুটি প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী, সরকারি কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী অংশ গ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ। প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রশিক্ষক দীপ্রজিত সরকার, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাওসার আহমেদ প্রমূখ।

Related Post

Leave a Reply