Wed. Dec 25th, 2024

তারাগঞ্জের কয়েকটি পরিবারকে প্রতীকী মূল্যে  সবজি উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ

এম এ শাহীন, রংপুরের তারাগঞ্জ উপজেলায় কয়েকটি পরিবারকে প্রতীকী মূল্যে এক সপ্তাহের সবজি উপহার দিলো বসুন্ধরা শুভসংঘ
বাবুর্চির কাজ করেন বিধান রায় (৩৫)। তাঁর পরিবারে বাবা- মা ও স্ত্রী সন্তানসহ মোট ৭ সদস্যের পরিবার রয়েছে। বাবুর্চির কাজ একদিন থাকে তো পাঁচ দিন নাই। খুব কষ্ট করে দিন কাঁটছে তাঁর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে। কাজ না থাকলে না খেয়ে পরিবারকে নিয়ে থাকতে হয় তাকে। বিধান রায় বলেন ” মুই গরীব মানুষ। খেয়া না খেয়া কোনরকম মুই পরিবারোত এতগুলা মানুষ নিয়া বাঁচি আচুং। বাড়িত মোর বয়স্ক মাও বাপ আছে। ওমার ওষুধপাতি কিনা, মোর ছোয়াগুলাক লেখাপড়া করা, সংসার চলা, সউগ নিয়া কষ্টে মোর জীবন কাটেছে। বসুন্ধরা গ্রুপ আইজ মোক যে এক ব্যাগ সবজি দেইল মোর খুব উপকার হইল। এইলা সবজি দিয়া মোর বাড়ির লোকজন ৩-৪ দিন ভাত খাবার পাইবে| করোনার সময়তেও মোক বসুন্ধরা গ্রুপ খাবার দিছলো। সে সময় যে দুর্ভোগ গেইছে ওমরা মোক চাউল ডাইল দিয়া খুব উপকার করছে। মুই মন খুলি ভগবানের কাছোত দোয়া করোং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানোক যেন হাজার বছর বাঁচি থোয়। ওমার মতন ভালো মানুষের জন্যে হামার গরীব মানুষগুলা সাহায্য সহযোগিতা পেয়া বাঁচি আছি।”
বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে ষাটোর্ধ্ব ভ্যানচালক কাল্টু মিয়া বলেন, ” খুব ভালো লাগছে বসুন্ধরার উপহারের সবজি পেয়ে। আমি সারাদিন পায়ে টেনে ভ্যান চালাই। সে রকম কামাই হয় না। সবাই এখন ব্যাটারি চালিত অটোভ্যানে চড়ে।   আমি তারাগঞ্জ নতুন চৌপথী বাসষ্ট্যাণ্ডে ভ্যান চালাই।আমার পায়ে টানা ভ্যানে লোকজন কম চড়ে। আমি যা আয় করি তা দিয়েই আমার সংসার চলে। যে দিন আয় হয় সেদিন খাই আর যেদিন আয় হয় না সেদিন না খেয়ে থাকতে হয়। বসুন্ধরা আমাকে যে সবজি উপহার দিলো আমার মত গরীবের জন্য খুবই উপকার হলো।”
দেশে কৃষিপণ্য উৎপাদন, মজুদ ও সরবারাহ কোনোটিতেই ঘাটতি নেই। কৃষক ন্যায্যমূল্য না পেলেও সিন্ডিকেটের পকেট ভারী। অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। নিম্ন আয়ের মানুষজন যেখানে  তিনবেলা খাবার জুটাতে হিমসিম খাচ্ছেন সেখানে পুষ্টির চাহিদা মেটানো অনেকটা বিলাসিতা। রংপুরে বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  অসহায়  কয়েকটি  পরিবারের মাঝে  ১০ টাকা প্রতীকী মূল্যে প্রতি পরিবারের জন্য ১ সপ্তাহের সবজি উপহার দেওয়া হয়েছে। তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রী কলেজ মাঠে দুপুর ২ টায় সময় এই ব্যাতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়।
বসুন্ধরা শুভসংঘ তারাগঞ্জ উপজেলা শাখা’র উপদেষ্টা মোঃ মোস্তাফিজার রহমান ফিজার বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের জন্য কাজ করেন। দেশের দুর্দিনে বসুন্ধরার অবদান রয়েছে। দেশের সকল দুর্যোগে বসুন্ধরা গ্রুপ সবসময় সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বসুন্ধরা শুভসংঘ সামাজিক কাজের আইডিয়াগুলো অনন্য।
অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা শাখা’র উপদেষ্টা মোঃ মোস্তাফিজার রহমান ফিজার, উপদেষ্টা হরলাল রায়, উপদেষ্টা সুজন বাবু, সভাপতি এনামুল হক দুখু, সাধারণ সম্পাদক দীপংকর রায় দিপু, সদস্য বিশ্বজিৎ রায়, সত্যজিৎ রায়,পলাশ রায়, শরিফুল ইসলাম প্রমূখ।

Related Post

Leave a Reply