ঢাকাFriday , 27 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে নদীর দুইধারে ব্লক বসানোর অজুহাতে তিন শতাধিক গাছ কর্তন

Mahamudul Hasan Babu
December 27, 2024 4:31 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের চতরা ইউনিয়নের চতরা হাটের পশ্চিম পাশ্বেই “মচ্চো নদীর ” দুই ধারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ব্লক বসানোর অজুহাতে বিভিন্ন প্রজাতীর তিন শতাধিক গাছ কর্তন করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা, সরজমিনে খোজ নিয়ে জানা যায় রংপুরের পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ভরত বাবুর ম্যানেজার শ্যামল চন্দ্রের নির্দেশে দিনে এবং রাতে গাছগুলো কাটেন ঐ ইউনিয়নের গৌরস্বারপুর গ্রামের মোনাজ্জল হোসেনের পুত্র গোলাপ মিয়া ও একই গ্রামের খোকা মিয়ার পুত্র সুজন মিয়া, অনন্তপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোয়াজ্জেম হোসেনসহ অঙ্গাতনামা বেশ কয়েকজন। এবং গাছগুলো ক্রয় করছেন ঘনকিস্টপুর গ্রামের আলমসহ অনেকেই।
এ বিষয়ে ব্লক তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারের ম্যানেজার শ্যামল চন্দ্রকে মুঠোফোনে কথা হলে তিনি বলেন উপজেলা প্রশাসন থেকে কাছ কাটার কেনো অনুমতি গ্রহন করা হয়নি তবে আমাদের ব্লক তৈরির কাজ শেষ হয়েছে সেহেতু ব্লকগুলো নদীর দুই পাশ্বে বসানোর জন্য এখন প্রস্তুত যার জন্য গাছগুলো অপসারণের জন্য মৌখিকভাবে গোলাপ মিয়াকে অনুমতি দেওয়া হয়েছিল। এসময় সংশ্লিষ্ট ঠিকাদার ভরত চন্দ্রকে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না, তবে এ ব্যপারে সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।