Sun. Dec 29th, 2024

ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন 

oplus_2
ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ গ্রহণ করে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা কার্যকর করতে হবে যেখানে সকলের সততা, চেষ্টা ও পরিশ্রমের ফল সকল জনগণ সম্মিলিতভাবে ভোগ করতে পারে। টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক- পিএসসি এর ৪০০তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ-পিএলসি এর ৪০০তম শাখার উদ্বোধন উপলক্ষে ঘাটাইল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আজ ২৮শে ডিসেম্বর শনিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জমকালো আয়োজনে ব্যাংকটির ৪০০তম শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং কল্যাণমুখী ব্যাংকের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সুপার ভাইজারী কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। এ সময় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন টাঙ্গাইল সাবালিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ঘাটাইলের ব্যবসায়ীবৃন্দ, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply