ঢাকাMonday , 30 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জের ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

Mahamudul Hasan Babu
December 30, 2024 2:26 pm
Link Copied!

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু ইসলাম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই মামলা করা হয়। অভিযুক্ত রাজু উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বলদিয়াপাড়া গ্রামের মৃত. আফসার আলীর ছেলে। তার বিরুদ্ধে আরেকটি ধর্ষণ মামলা রয়েছে। এজাহার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, রবিবার সকাল ৯টায় শিশুকন্যাটি আমলক্ষী গাছের আমলক্ষী কুড়াতে যায়। সেখানে রাজু কন্যাটিকে একা দেখতে পেয়ে হীন মানষিকতায় অসৎ উদ্দেশ্যে তার শয়ন ঘরে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে শিশুকন্যাকে ছেড়ে দিলে নানার বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানায় এবং ব্যথায় ফটফট করতে থাকে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার গ্রহণ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত রাজুকে পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, শিশুটির মা নিজেই বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৭। ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়েছে, তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত  রয়েছে।