সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে পৌরশহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম-উদ্দিনের সভাপতিত্বে সমাপনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী,পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মহিলা (দল)বিএনপি’র আহ্বায়ক মুনিরা বিশ্বাস,স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক,সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক, ইউ আর সি ইন্সট্রাক্টর হাবিবুর, অধ্যাপক প্রশান্ত বসাক,
স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলী, প্রেসক্লাব (পুরাতন)
সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,
প্রধান শিক্ষক কাজী আইয়ুব আলী, কুসমত আলী, হামিদুর রহমান,আব্দুল মান্নান ও সাদেকুল ইসলামসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,
শিক্ষার্থী,সামাজিক,রাজনৈতিক ব্যক্তি, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাপনী খেলার ফলাফলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক)
টাইব্রেকারে-১-০ গোলে চেংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে কলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা)ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হন।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সহকারী শিক্ষক আজিজার রহমান।
পরে বিজয়ী ও রানার্সআপ স্কুল দলকে পুরস্কার হিসেবে ট্রফি দেওয়া হয়েছে।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        