এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক ডাইভার সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রæভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্প পরিদর্শন করেছেন ঢাকার কমিশন পরিকল্পনা কার্যক্রম বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার।
সোমবার সকালে প্রধান অতিথি অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার ডাইভার সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রæভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস) প্রকল্পটি পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, যুগ্ন সচিব মোহাম্মদ এনামুল হক, উপসচিব মো: সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।
প্রধান অতিথি বিরল উপজেলার মোখলেশপুর বøকের ঢেলপীর গ্রামের কৃষক জহরুল হকের ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রদর্শনী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ফলবাগান (লিচু), পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন।