ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে,ব্রিটিশ টোব্যাকো কোম্পানির কারনে গাংনীতে সার সংকট। দিশেহারা কৃষক।

Mahamudul Hasan Babu
January 8, 2025 1:20 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির কারনে গাংনীতে সার সংকটে ভুগছেন  কৃষকরা ।প্রতি বছর তামাক কোম্পানি গুলো তামাক চাষীদের মাঝে সার দিতো।সেখানে সারের পরিবর্তে চাষীদের নগদ টাকা দেওয়ার কারনে বাজারে সারের সংকট তৈরী হয়েছে। যার  ফলে বর্তমান সরকারের  ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
এবছরে তামাকের বেশি দাম দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে মেহেরপুর জেলা  প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে   তামাক চাষের দিকে উদ্বুদ্ধ করছে কৃষকদের। নিষিদ্ধ তামাক চাষ বন্ধ না হলে মেহেরপুরে খাদ্য শস্য  ঘাটতির  ঝুঁকিতে পড়বে। প্রতিবছর প্রতারনার মাধ্যমে ব্রিটিশ টোব্যাকো কোম্পানি তামাক ক্রয় করে আসছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে গত মৌসুমে  গাংনী উপজেলার নওয়াপাড়া ও  কালিগাংনী গ্রামের প্রায় ৪৫ জন তামাক চাষীদের তামাক না নিয়ে  প্রতারনার মাধ্যমে  বাহির জেলার ব্যবসায়ীর নিকট থেকে মোটা অংকের উৎকোচ গ্রহন করে তামাক ক্রয় করে আসছিলেন ব্রিটিশ টোব্যাকো কোম্পানি ।

কালি গাংনী গ্রামের ব্রিটিশ টোব্যাকো কোম্পানির তামাক চাষী মানিক হোসেন জানান,আমাদের তামাক চাষ করতে প্রথম দিকে  লোন  দিয়ে তামাক চাষ করতে বলে  পরিপূর্ণ চাষ হয়ে গেলে প্রথম দিকে লোন পরিশোধ করার মত তামাক নিয়ে আর তামাক নিতে চাইনা।
গত মৌসুমে মেহেরপুর জেলার চাষীদের তামাক না নিয়ে অন্যজেলার ব্যবসায়ীদের নিকট মোটা অংকের উৎকোচ গ্রহন করে অনিয়মের মাধ্যমে তামাক ক্রয় করেছিলেন।
গতবছর আমার তামাক না নিলে আমি  তামাকের বেলে আগুন লাগিয়ে  প্রতিবাদ করেছিলাম। যার কারনে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির আমার কার্ডসহ  প্রকৃত প্রায় ৪৫ জন তামাক চাষীর কার্ড অবৈধভাবে বাতিল করে দিয়েছে। এঘটনায় মেহেরপুর জেলার চাষীরা মানববন্ধন কর্মসৃচি পালন করেছেন।

সচেতন মহলসহ বিসিআইসি ডিলার শহিদুল ইসলাম জানান, প্রতি বছর তামাক কোম্পানি তামাক চাষীদের মাঝে সার দিতো।সেখানে তাদের সারের পরিবর্তে নগদ টাকা দেওয়ার  কারনে বাজারে সারের সংকট তৈরী হয়েছে। অন্য ফসলের চেয়ে তামাক চাষে ডিএপি সার বেশি প্রয়োজন হচ্ছে। এছাড়াও জেলায় গত বছরের চেয়ে   তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। তামাক চাষে চাষীদের নিরুৎসাহিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

বঞ্চিত  তামাক চাষীরা বর্তমান সরকারের কাছে  দাবী করে বলেন, ব্রিটিশ টোব্যাকো কোম্পানি দীর্ঘদিন ধরে চাষীদের সাথে প্রতারনা করে আসছেন।এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

বর্তমান ব্রিটিশ টোব্যাকো কোম্পানি চাষীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে তামাক চাষ দ্বিগুণ হারে বাডিয়েছে। সরকারিভাবে ব্যবস্থা না নিলে খাদ্য শস্য ঘাটতির  সম্ভাবনা করছে সচেতন মহল । আবারো দুশ্চিন্তায় ব্রিটিশ টোব্যাকো  কোম্পানির তামাক  চাষিরা।
কয়েকজন তামাক চাষি জানান,ব্রিটিশ টোব্যাকো কোম্পানির (আর এম) হাসিবুর রহমান ওএরিয়া ম্যানেজার মোছাঃ  নুসরাবান,,লিফ ম্যানেজার  সাধন বিশ্বাস যোগদানের পর থেকে গোপনে বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেছেন তাদের মাধ্যমে তামাক কিনবেন বলে তারা জানতে পেরেছেন।
এছাড়াও চলতি মৌসুমে মেহেরপুরে ব্রিটিশ  কোম্পানির নির্দেশ মোতাবেক হাইব্রিড ও ২৬ জাতের কে-টু তামাক চাষ করার কথা থাকলে তা না করে ব্রিটিশ টোব্যাকো কোম্পানির চাষীরা  মাঠ জুড়ে রংকেটু চাষ করেছে। মাঠ পর্যায়ে ফিল্ডম্যানগণ চাষীদের কোন পরামর্শ না দেওয়ায়  এবছর ভেজাল তামাক চাষ করা হয়েছে অনেক বেশি।
কৃষকদের অভিযোগ,কৃষি বিভাগের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে সহযোগিতা করে না।তাই লোকসানের মুখে পড়ে নানা প্রচলিত শস্য চাষ হ্রাস পাচ্ছে  এবং তামাকের চাষ বাড়ছে।
গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন,মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলায় দিন দিন তামাক চাষ বৃদ্ধি পাচ্ছে ।তামাক চাষের ব্যাপারে যারা কৃষকদের নিরুৎসাহিত করার কথা তাদের দেখা পাওয়া যায় না।
অপরদিকে সিগারেট কোম্পানিগুলো বেশি লাভের প্রলোভন দেখিয়ে তামাক চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে, বলে তিনি জানান,।
তিনি মনে করেন, কৃষি কর্মকর্তাদের উচিত চাষিদের কাছে গিয়ে তাদের তামাক চাষের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করা।
এব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য  ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী বলেন, তামাক প্রক্রিয়াজাতকরণে জড়িতরা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।এছাড়া ক্রনিক ব্রংকাইটিস, ক্রনিক অ্যাজমাসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ারও ঝুঁকি রয়েছে।

এব্যাপারে অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা জানান,প্রতি বছর তামাক কোম্পানি গুলো তামাক চাষীদের মাঝে সার দিতেন। বর্তমানে তামাক চাষীদের সার না দিয়ে টাকা দিচ্ছেন। যার ফলে কিছুটা সংকট তৈরী হয়েছে। এই মাসের মধ্যে সাবের কোন সংকট থাকবে না। আমরা চাষীদের তামাক চাষ না করতে পরার্মশ  দিচ্ছি।
এব্যাপারে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন  বলেন, তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করছেন।যারা তামাক চাষাবাদ করছেন তারা নিজেদের উদ্যোগেই করছেন। তবে গাংনীতে এবছর  কিছুটা বৃদ্ধি পেয়েছে তামাক চাষ।

এব্যাপারে  জানতে মেহেরপুর ব্রিটিশ টোব্যাকো কোম্পানির ( আর এম) হাসিবুর রহমানের সাথে মোবাইল ফোনে  যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি ।