ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক শিক্ষক গ্রেফতার!

Mahamudul Hasan Babu
January 8, 2025 1:26 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জে চাকুরী দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করায় পৃথক ৩ টি মামলায় পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী প্রধান শিক্ষক মাহবুবর রহমান রাজাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক ফোর্সসহ নিজেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামের সোলায়মান আলী মাষ্টারের ছেলে মাহবুবর রহমান রাজা উপজেলার খস্ট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বিভিন্ন ব্যক্তিকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেন। প্রতারিত ৩ যুবক পাওনা টাকা আদায়ে আদালতে মামলা করেন। ওই শিক্ষক রাজা কে সাময়িক বরখাস্ত করা হয়। সেইসাথে মামলা ও পাওনাদারদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। এদিকে মামলায় আদালত তাকে বিভিন্ন মেয়াদে অর্থদন্ড ও কারাবাসের রায় দেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওসি তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরন করেছেন।
ওসি এমএ ফারুক বলেন, গ্রেফতারকৃত মাহবুবার রহমান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন এলাকার কয়েক যুবককে চাকুরী দেয়ার শর্তে মোটা অংকের টাকা গ্রহন করেন। কিন্তু দীর্ঘদিনেও ওই সকল যুবকদের চাকুরী দিতে না পারায়, তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। প্রতারিতদের মামলায় পলাতক ওই শিক্ষকের অর্থদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা হলে তাকে গ্রেফতার করা হয়।