আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২জন বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন-জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক চাঁদের ছেলে ও কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন (১৮) এবং একই গ্রামের সোহরাব হোসেন সেন্টুর ছেলে আব্দুল আল বাকী (১৯)। আব্দুল একই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
আজ বুধবার বিকেল ৪টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের গাংনীর আকুবপুর নামক স্থানে বাস-মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,কুষ্টিয়া ইসলামীয়া কলেজের দ্বাদশ শ্রেণীর নবীন অনুষ্ঠান শেষ করে একটি মোটরসাইকেলযোগে সিয়াম ও তার বন্ধু আব্দুল্লাহ আল বাকী মেহেরপুরের গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। তারা গাংনীর আকবপুর নামক স্থানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সিয়াম। এবং আহত হন তার বন্ধু আব্দুল্লাহ আল বাকী।
পথচারীরা বাকীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মিরপুর নামক স্থানে মারা যান ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।