আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে ৪ দিন ব্যাপী (৯ -১২ জানুয়ারি’২৫) ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশনার বাস্তবায়ন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
‘আলোকিত মানুষ চাই , মানুষ তার স্বপ্নের সমান বড়’ এসব শ্লোগানের ব্যানারে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বইমেলার আয়োজন করা হয়। বউ পড়া এবং বই কেনার মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত হতে বিশেষ করে ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন ঘোষনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বইমেলার স্টল উন্মুক্ত ঘোষনা করেন। এরপর প্রধান অতিথি তার সহকর্মীদের নিয়ে বইমেলার সমস্ত স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, গাংনী থানার ওসি তদন্ত এস আই আব্দুল গাফ্ফার, গাংনী উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান,উপজেলা খাদ্য নিয়স্ত্রক ইশরাত জাহান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মাসুম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
এছাড়াও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী ও সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং বিআর লাইসিয়াম কেজি স্কুলের সহকারী শিক্ষক মঞ্জুর মোর্শেদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান টিমের ইনচার্জ দেবজৈতি মন্ডল, সংগঠক আবু নাঈম, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন লেখকের শিশু সাহিত্য,ছড়া, প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস, বিভিন্ন মনিষীদের আত্মজীবনীসহ নানা ধরণের বই শতকরা ৩০ ভাগ ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। মেলায় স্কুলের শিক্ষার্থীরা তাদের পছন্দের বইগুলো ক্রয় করছে।
প্রধান অতিথি প্রীতম সাহা জানান, ৪ দিনের বইমেলায় উপজেলার সকল বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের আসার জন্য শিক্ষা অফিসের মাধ্যমে মেলা স্টল পরিদর্শন করার অনুরোধ জানানো হবে।