পঞ্চগড় এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে পঞ্চগড়ের বোদায় ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান প্রদান করা হয়েছে। এছাড়াও রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারী শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পঞ্চগড় জেলায় কোন ওয়াচ টাওয়ার নাই। পঞ্চগড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য পঞ্চগড় শহরের প্রবেশ পথ করতোয়া সেতুর কাছে একটি ওয়াচ টাওয়ার নির্মান করবো। ইতিমধ্যে আমরা জায়গা নির্বাচিত করেছি। তিনি বলেন পঞ্চগড়ে মান সম্মত কোন উন্নত মানের অডিটোরিয়াম নাই। এখানে একটি অডিটোরিয়াম নির্মান করা হবে। সে জন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য একটি সুইমিং পুল নির্মান করা হবে। শিক্ষার্থীরা স্কুল সময় বাদে সুইমিং পুলে গিয়ে সাতার কাটবে। তিনি আরও বলেন, আপনারা আপনাদের সন্তানের জম্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। আমি পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসেবে সেপ্টেম্বর মাসে যোগদান করেছি। তখন জম্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলা ছিল ৬৩ তম। এবার আমরা প্রথম হয়েছি। আপনাদের সহযোগিতার কারনেই এটা অর্জন হওয়া সম্ভব হয়েছে। এজন্য পঞ্চগড় জেলা প্রশাসনকে অভিনন্দনও জানানো হয়েছে মন্ত্রী পরিষদ থেকে। আমাদের চিন্তা ভাবনা আর মনোভাব যদি উন্নত বিশ্বের মত হয় তাহলে আমরাও আমাদের দেশকে উন্নত দেশে পরিনত করতে পারবো। এসময় বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, বোদা উপজেলার সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, গত বছর আমরা ৫০৯ জন ভিক্ষুককে পূর্নবাসন করেছিলাম। এবার আমরা প্রায় ৫০ হাজার ভিক্ষুককে সহায়তা করবো। যাতে তারা আর ভিক্ষা না করে। ভিক্ষাবৃত্তি নিরশন করার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু যারা ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে তাদেরকে আমরা পূর্নবাসন করবো এবং তারা যেন ভ্যান বিক্রি করতে না পারে, তারা যেন ভিক্ষাবৃত্তি পেশায় আবার জড়িত না হতে পারে তা মনিটরিং করবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগন। পরে ভিক্ষুকদের পূর্নবাসনে সহযোগিতা করার জন্য ও যাচাই বাছাই করার কাজে সাথে থাকার জন্য এবং জম্ম ও মৃত্যু নিবন্ধনে প্রচার প্রচারনা করার জন্য তিনটি ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী অতিথিদের সাথে নিয়ে ভিক্ষুকদের পূর্নবাসন করার জন্য ৯ টি ভ্যান ও ৪টি মালামালসহ দোকান প্রদান করেন। পরে বোদা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী আন্তঃ ফুটবল টুনামেন্টের শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়। টুনামেন্টে বোদা পৌরসভা ও ১০ টি ইউনিয়নের একটি করে টীম অংশ নিবে। লটারীর মাধ্যমে খেলার ফিকচার নির্ধারণ করা হয়। টুনামেন্টটি গ্রুপ করে ২ ভাগে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। টুনামেন্টের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির।