বোদা (পঞ্চগড় প্রতিনিধি) : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বোদায় ভিক্ষুকদের মাঝে ভ্যান ও দোকান সহ মনোহারী সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারী) বিকালে বোদা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুকদের পূর্নবাসন করার জন্য ৯ টি ভ্যান ও ৪টি মালামালসহ দোকান প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ওসি আজিম উদ্দীন, জেলা ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, জেলায় গত বছর ৫০৯ জন ভিক্ষুককে পূর্নবাসন করা হয়। এবার অধিক সংখ্যক ভিক্ষুককে এই কর্মসূচীর আওতায় পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে তারা আর ভিক্ষা না করে। ভিক্ষাবৃত্তি নিরশন করার জন্য আমরা চেষ্টা করছি। ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে তাদেরকে আমরা পূর্নবাসন করবো এবং তারা যেন ভ্যান ও দোকান বিক্রি করতে না পারে এবং পুনরায় ভিক্ষাবৃত্তিতে জড়িত না হতে পারে তা দেখভাল করবেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন।