আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে- এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে” যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের ২য় দিনে ৩৬জুলাই গণঅভ্যুত্থানের উপর উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের মধ্যের আয়োজনে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৩জন করে মোট ৩৬জন শিক্ষার্থীদের মাঝে ২শিফটে পরিক্ষায় অংশগ্রহণ করেছেন।
তারুণ্যের উৎসবে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগীতায় সভাপতির দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম, আসাদুল ইসলাম, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ সংশ্লিষ্ট উপ কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঝিকরগাছায় তারুণ্যের উৎসবে সোমবারের আয়োজনে থাকবে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (স্কুল ও কলেজ পর্যায়ে), বিজ্ঞান বিষয়ক কুইজ, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও পরিশেষে বিকালে উপজেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।