চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে রোববার সকাল ৮টায় লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। তিনি আরো বলেন,পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে।