ঢাকাMonday , 13 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইলিয়াছ গ্রেফতার

Mahamudul Hasan Babu
January 13, 2025 12:25 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আ.লীগ দলীয় সাবেক কাউন্সিলর মো. ইলিয়াছকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে ঢাকার কলাবাগান থেকে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে। মো. ইলিয়াছ (৫০) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
নগরীর হালিশহর থানার সাবেক অফিসার ইনিচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ২৭ আগস্ট হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ইলিয়াছ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া একই অভিযোগে গত বছরের আগস্টে কোতোয়ালী থানায় দায়ের হওয়া দুটি মামলায়ও ইলিয়াছ আসামি হিসেবে আছেন বলে ওসি জানিয়েছেন।