ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিটি কর্পোরেশনের বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে প্রিমিয়ার ইউনিভার্সিটি-চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

Mahamudul Hasan Babu
January 15, 2025 12:49 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: ‘দখলমুক্ত’ করা প্রিমিয়ার ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে মেয়র একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক বিভিন্ন কারণে এটি সিটি করপোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। আমি বলতে চাই, এটি অবশ্যই জনগণের সম্পত্তি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে মেয়র আরো বলেন,
সিটি কর্পোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে আমি মেয়র না-ও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি করপোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি করপোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি করপোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। আন্দোলনে যারা শরিক ছিল, তাদের আমি অভিনন্দন জানাই। প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রণি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আমিনুল ইসলাম।