ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে তল্লাশিকালে পুলিশের উপর হামলায় আটক-২

Mahamudul Hasan Babu
January 15, 2025 12:49 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পাঁচ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।
পুলিশ জানিয়েছে, তারা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশিকালে তারা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সাথে সম্পৃক্ত দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন, পটিয়া থানার চরকানাই গ্রামের মনছুর আম্মেদের ছেলে মো. মোরশেদ (৩১) এবং বোয়ালখালী উপজেলার ডলিপাড়া গ্রামের জব্বার সওদাগরের বাড়ির মো. করিম (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেন তারা। ওই সিএনজিতে ছিলেন একজন মহিলা এবং দুজন পুরুষ যাত্রী। তাদের তল্লাশি করাকালে দুই পুরুষ যাত্রী উত্তেজিত হয়ে যান।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটক মোরশেদ ও করিম সিএনজি থেকে নেমে গালাগাল করছেন পুলিশ সদস্যদের। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি কি ভেসে এসেছি নাকি?’ পাশ থেকেই একজন কনস্টেবল ঘটনার ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় উত্তেজিত হয়ে তার দিকে ‘ভিডিও কর’ বলে তেড়ে গিয়ে হামলা করেন এক যাত্রী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, দুজন যাত্রী তল্লাশিকালে সরকারি কাজে বাধা প্রদান করে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করে তাদের জখম করেছে। ঘটনাস্থল থেকে হামলাকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে।