ঢাকাWednesday , 15 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড

Mahamudul Hasan Babu
January 15, 2025 12:58 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ‘ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার( ১৫ জানুয়ারি) পঞ্চগড়ের আটোয়ারীতে আন্ত:স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্কুল ও কলেজ পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে “ জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ” বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ান হয় আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। কলেজ পর্যায়ে “ ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ান হয় আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ এবং রানারআপ হয় মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ। স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বচিত হয় আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছত্রিী মুশফিকা রেজা এবং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী মোছাঃ সমাপ্তি আক্তার শাম্মী। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হৃষিকেশ রায়, আইসিটি অফিসার এ.এম আরিফুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালকের দায়িত্ব পালন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয় নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ মাদককে না বলি, সফল জীবন গড়ি’ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজা আল মামুন, সাধারণ সম্পাদক বাহারাম সিদ্দিকী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।