সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি॥ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের সোর্স কওছার আলী ওরফে কটা কওছারকে (৫৫) হত্যা করেছে দৃবৃর্ত্তরা। মঙ্গলবার দিনগত গভীর রাতে তাকে বাড়ী থেকে তুলে নেয় দূবৃর্ত্তা। পরে তাকে গ্রামের পাশের রেল গেট এলাকায় শরীরের নিম্নেংশে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায় । খবর পেয়ে টহল পুলিশ ও গ্রামবাসী তাকে উদ্ধর করে হাসপাতালে নিলে রাতেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহতের চাঁদপাড়া গ্রামবাসীসহ তার স্বজনেরা মুুুুুুখ খুলছেনা। তবে নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১টার দিকে মুখ বাঁধা অবস্থায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল মোটরসাইকেল যোগে এসে তাকে বাড়ী থেকে তুলে নেয়। রাত পৌনে ১টার দিকে গুড়পাড়া ফাঁড়ি পুলিশের একটি টহল দল তাকে চাঁদপাড়া বাংলো রেল ক্রসিং নামক স্থানে রাস্তার উপর কওছারকে মারাত্মক জখম রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় গ্রামবাসীকে খবর দিলে তারা তাকে পার্শ্ববর্তী কালিগজ্ঞ সরকারী হাসপাতালে নেয়। পরে সে রাতেই চিকিৎসাধীন অবস্থায় কটা কাওছার মারা যায়।
কটা কাওছার কোটচাঁদপুরে জামায়াত নেতা এনামুল মাষ্টার ও কালাম হত্যা মামলার আসামী। সে ৫ আগষ্টের পর পলাতক ছিল। গত ৩দিন আগে সে বাড়ীতে আসে। নিহত কটা কওছার কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে। আওয়ামীলীগের দীর্ঘ শাসনামলে পুলিশের সোর্স হিসাবে কাজ করত সে। তার কাজ ছিলো জামায়াত বিএনপি নেতা কর্মিদের পুলিশে ধরিয়ে দেওয়া। যে কারণে সে সময় বিরোধী নেতা কর্মিরা তার জন্য আতঙ্কে থাকতো। গুড়পাড়া ফাঁড়ি ইনচার্জ সুব্রত কুমার জানান, কাওছারকে কে বা কারা রাতে বাড়ী থেকে তুলে নিয়ে গেছে ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে আমরা তাকে খুঁজতে থাকি। পরে তাকে চাঁদপাড়া বাংলো রেল ক্রসিং নামক স্থানে মারাত্মক জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। তাকে দেখে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুববর জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। মনে হচ্ছে পূর্বের শত্রুতার কারণে এ হত্যা কান্ড। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন মামলা হয়নি।