ঢাকাSunday , 19 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোরাহানউদ্দিনে চাঁদা বাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতার উপর হামলার অভিযোগ। 

Mahamudul Hasan Babu
January 19, 2025 3:14 pm
Link Copied!

এএসটি সাকিলঃ- ভোলার  বোরাহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান সবুজ বর্দার কে সংঘবদ্ধ হামলা করেন একই ইউনিয়নের শিমুল হাওলাদার, ইমরান ও জিহাদ সহ সংঘবদ্ধ দল।
 সুত্রে জানা যায়, শনিবার ১৮ (জানুয়ারী) ২০২৫ বিকাল ৪ ঘটিকায়।  যুবদল নেতা ব্যবসায়ী কাজে জয়া বাজারের উদ্দেশ্য রওয়ানা করলে পথিমধ্যে ৭নং ওয়ার্ডের হাওলাদারের মোরে গেলে।  এক ভ্রমমাণ ফেরিওয়ালার কাছে কিছু লোক চাঁদা দাবি করে।সবুজ বরদার নামের এক যুবদল নেতা চাঁদা  নিতে বাদা দিলে তার উপর হামলা করা হয়, বর্তমানে তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহত সবুজ বর্দারের ভাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমজাদ বর্দার জানান, আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ভাইকে মেরে ফেলে রেখেছে। আমরা তারাতারি রক্তাক্ত অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।
আমি আমার ভাইয়ের হামলার বিচার চাই
 এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবদল নেতা সবুজ বর্দার জানান, আমি জয়া বাজার যাচ্ছিলাম পথিমধ্যে ডাক চিৎকার শুনে হাওলাদারের মোড়ে দেখতে পাই। এক ফেরিওয়ালার কাছে চাদা চায় এলাকার কিছু লোক। আমি বাঁদা দিলে আমার উপর আতর্কিত হামলা করেন।হামলার নেতৃত্ব দেন শিমুল হাওলাদার, জিহাদ ও ইমরান। আমি আমার উপর হামলাকারী সন্ত্রাসীদের  বিচার চাই ।
এ বিষয়ে জানতে চাইলে গংগাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইনউদ্দিন কাজী বলেন, আমি ঘটনা শুনে  ঘটনাস্থলে গিয়েছি।এমনকি সবুজকে দেখতে হাসপাতালে গিয়েছি। এটা দুঃখজনক ব্যাপার, যারা এ কার্যক্রম করেছে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন কিছু বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় ক্রাশ করে বেড়ায়। বিষয়টি আমাদের উপজেলা বিএনপির আহবায়ক অবগত আছেন তিনি এ বিষয়ে সার্বিক খোঁজখবর নিচ্ছেন ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিমুল হাওলাদার জানান, এই ঘটনার সাথে আমাকে শুধু শুধু জড়ানো হয়েছে। ফেরিওয়ালা এখানে এসে ডেট ফেল কিছু মালামাল বিক্রি করে।পোলাপান তাকে আটকালে আমি ছাড়িয়ে দেই। হঠাৎ সবুজ মোটরসাইকেল এসে ইমরানের সাথে কথা কাটাকাটি করে। সবুজ ইমরানকে মারতে আসলে ইমরান ও মারতে যায়। আমি তাদের কে ডাক দিয়ে ছাড়িয়ে দিয়েছি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াত।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিদ্দিকুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।