চট্টগ্রাম ব্যুরো: প্রাণিসম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি জীব বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে প্রাণিবিদ্যা বিভাগ, চবি এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহবান জানান।
চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, উক্ত বিভাগের সুপার নিউমেরারি প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান, সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ড. সৈয়দ ইসমত আরা, চট্টগ্রাম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওমর খালেদ ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজের প্রভাষক চেতী বড়ুয়া বক্তব্য রাখেন।
উপাচার্য প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়, একইসাথে সাফল্য অর্জনের বিষয়টি ভবিষ্যতে একাডেমিক সনদের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রমের সনদও উচ্চ শিক্ষা ও কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। উপাচার্য বলেন, দেশের অপরিকল্পিত উন্নয়ন, জলোচ্ছ্বাস, অতিরিক্ত খরা, বনায়ন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে প্রাণিজগতের উপর বিরূপ প্রভাব পড়ছে। যার কারণে মানব উপকারী বহু প্রাণি আজ বিলুপ্তির পথে। এসব প্রাণিসম্পদকে রক্ষায় নিজেদের স্বার্থে আমাদের সকলকে সচেতনেতার পাশাপাশি দেশের প্রাণিবিজ্ঞানীসহ গবেষকদের এগিয়ে আসতে হবে। তিনি প্রাণিকূলের ওপর অত্যাচার না করার জন্য সকলের প্রতি আহবান জানান। উপাচার্য প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। নিঝুম বড়ুয়া ও তাইফুল ইসলাম মাহিনের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রাণিবিদ্যা অলিম্পিয়াড-২০২৪ এ অংশগ্রহণ করেন।