ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনে (বালিয়াডাঙ্গি, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড়, কাশিপুর ইউনিয়ন) গণসংযোগ করেছেন গণ-অধিকার পরিষদের মুখ্যপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।
সোমবার জেলার হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লা ও হাট-বাজারে গণসংযোগ করেছেন তিনি। এ সময় গণধিকার পরিষদের জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে ফারুক হাসান বলেন, দীর্ঘদিন থেকে ঠাকুরগাঁও-২ আসনের মানুষ অবহেলিত হয়েছে। এখন হাল ধরার জন্য গণধিকার পরিষদ প্রস্তুত হচ্ছে। জেলার তিনটি আসনে এবার নির্বাচনে গণ-অধিকার পরিষদ প্রার্থী দেবেন। এখন থেকে তারা নিজ নিজ এলাকাতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, গণধিকার পরিষদ সাধারণ মানুষের কথা ভেবে কাজ করে যাচ্ছে। কারণ এতদিন বাংলাদেশের মানুষ ঠিকমত ভোট দিতে পারেনি। মানুষের অধিকার কে ফিরিয়ে দিতে দেশের সকল জেলায় একযোগে কাজ করছেন তারা।
তার নিজ আসন ঠাকুরগাঁও-২ জনগণের সেবা করতে এবার এই আসন থেকে তিনি প্রতিদ্বন্ধিতা করবেন সেই সাথে দিচ্ছেন নানা প্রতিশ্রæতি এর মধ্যে রয়েছে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে বের করে আনতে হবে। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো সুন্দর করে সাজাতে হবে যাতে রোগীরা কোনরকম দুর্ভোগে না পড়ে। বেকারত্ব দূর করার জন্য বেশ কয়েকটি কাজের চিন্তা ভাবনা করছেন তিনি। যাতে সব সময় উপজেলার মানুষেরা সুন্দরভাবে চলতে পারে কারো যেন কোন সমস্যা না হয়।