ঢাকাMonday , 20 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সাংবাদ সংগ্রহ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে মারধোরের শিকার সাংবাদিক

Mahamudul Hasan Babu
January 20, 2025 8:34 am
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরে শহরের আধিপত্য বিস্তার নিয়ে হামলা ভাংচুরের নিউজ সংগ্রহ করতে গেলে মাদারীপুরে জেলায় কর্মরত সাংবাদিকে মারধোরের অভিযোগ উঠেছে জেলায় কর্মরত সেনাবাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে জেলায় কর্মরত অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে।
আহত সাংবাদিক বেলাল রিজভী বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ ২৪ এ মাদারীপুর জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের কুলপদ্দী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সংঘর্ষ চলছে এমন সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে যায়। সেসময় বাড়িঘর ভাংচুরসহ এলাকার ভিডিওধারণ করতে থাকে। হঠাৎ করে সেনাবাহিনী একটি টিম এসে সাংবাদিদের উপর অতর্কিত হামলা চালায়, সাংবাদিক পরিচয় দিলে তাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বলে।
সাংবাদিক বেলাল রিজভী বলেন, সাংবাদিদের কাজ যে কোন ঘটিনার তথ্য সংগ্রহ করে তা নিউজ আকারে প্রকাশ করা। আমরা সেটাই করতে ঘটনাস্থলে গিয়েছি তখন সেনাবাহিনীর কর্মকর্তা সাহাব এর নির্দেশে সেনা সদস্যরা আমাকে মারধর করছে। এটা অন্যায়। আমি এর বিচার চাই।
প্রত্যক্ষদর্শী ইসরাত জানান, আমাদের বাড়িতে সন্ত্রাসীরা বোম ফাটিয়ে বাড়িঘর ভাংচুর করে। সেই ঘটনার নিউজ করতে সাংবাদিকরা আমাদের বাড়িতে আসে আমাদের সাথে কথা বলতে থাকে সেই মুহুর্তে সেনাবাহিনী এসে তাদের উপর হামলা চালায়। সাংবাদিককে অনেক মেরেছে। সে মাটিতে লুটিয়ে পড়ে। সেনাবাহিনী কাজ মানুষকে রক্ষা করা আর সেই সেনাবাহিনী অন্যায়ভাবে মারবে?
বিষয়টি নিয়ে মাদারীপুর কর্মরর্ত সেনাবাহিনীর কমান্ডারের সাথে ০১৭৬৯০৭২১০৩ নম্বরে একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি।