বোদা (পঞ্চগড় প্রতিনিধি) : পঞ্চগড়ের বোদায় শীতার্থ গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকালে বোদা পৌরসভা কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। বোদা পৌরসভার কর্মকর্তা মোফাজ্জল হোসেন বিপুল, হুমায়ুন কবির, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ। পৌরসভা ৯টি ওয়ার্ডের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                