চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ক্রীড়াবিদরা এ বিশ্ববিদ্যালয় তথা দেশের এম্বেসেডর। ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে এবং ক্যাম্পাসে সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে চবির বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও চমৎকার পরিবেশ বিরাজ করছে। এটা শিক্ষার্থীদের লেখাপড়া, খেলাধুলা ও শিক্ষাসহায়ক কার্যক্রমে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
উপাচার্য শিক্ষার্থীদের মোবাইলের অপব্যবহার থেকে বেরিয়ে এসে মাঠে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার আহবান জানান। উপাচার্য চমৎকার ক্রীড়া নৈপুণ্য উপহারের মাধ্যমে দশনার্থীদের কাছে খেলা উপভোগ্য করে তুলতে ক্রীড়াবিদদের প্রতি আহবান জানান। তিনি শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে তিনি ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম কিবরিয়া ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম.আরিফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চবি উপাচার্য জাতীয় পতাকা, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, শহীদ আবদুর রব হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ জহিরুল ইসলাম। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম ও ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তরিকুল ইমলামকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক ও দলের টিম ম্যানেজার ড.মোঃ ইমাম হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ মাসুম বিল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।