আধুনিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়। বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীতে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সৈয়দ এম সাইফুদ্দিন। পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি নেতা মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে ও মোহাম্মদ মিজানের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বোয়ালখালী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান, জিয়া স্মৃতি সংসদের মো. সফি, বিএনপি নেতা নুরুল আলম বালী, আবুল কালাম, মো. আবু, আব্দুল মন্নান, বোয়ালখালী পৌরসভা বিএনপির সদস্য মো. মিজান রহমান, মো. মোরশেদ প্রমূখ। প্রধান অতিথি বলেন, অবিস্মরণীয় ব্যক্তিত্ব জিয়াউর রহমান শুধু একজন রাজনীতিক নয়, তিনি ছিলেন আমাদের মুক্তির প্রতীক, আদর্শ নেতা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অতুলনীয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা হয়েছিল এবং তাঁর দর্শন ও আদর্শ আজও আমাদের পথপ্রদর্শক। শেষে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।