ঢাকাWednesday , 22 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পুলিশের সহযোগিতায় হাতব্যাগ ফিরে পেলেন ব্রিটিশ দম্পতি

Mahamudul Hasan Babu
January 22, 2025 1:25 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ব্যাংকে গিয়েছিলেন ব্রিটিশ দম্পতি। ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান তারা। তারা হলেন- তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)।
ব্যাগে তাদের ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। হারানোর আট ঘণ্টার মধ্যেই সে হাতব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লাভ লেইন এলাকার ইস্টার্ন ব্যাংকের সামনে ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান ব্রিটিশ দম্পতি।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আটটার দিকে নগরীর বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করে। ওসি করিম বলেন, অটোরিকশা চালক নির্দোষ। সে নিজেই জানতো না তার গাড়িতে একটি ব্যাগ ছিল। আমরা যখন ওই গাড়িটিকে বাকলিয়া এলাকায় শনাক্ত করি তখনও সেখানে যাত্রী ছিল। পরে যাত্রী নামিয়ে আমরা ব্যাগটি উদ্ধার করি। অটোরিকশা চালকের কোনো দোষ না পাওয়ার আমরা তাকে তখনই ছেড়ে দিয়েছি।