ঢাকাThursday , 30 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

Mahamudul Hasan Babu
January 30, 2025 5:26 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  : দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহীদ ড.শামসুজ্জোহা নগর উদ্যানে এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোক্তা মেলায় উদ্বোধন করেন।

মেহেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আখতার খানম, বিসিক এর মেহেরপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক ফয়সাল হাসনাত, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা খাদিমুল ইসলাম, মেহেরপুর টিটিসি এর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, সাংবাদিক রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, খন্দকার মুইজ।

পরে মেহেরপুরের জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। মেলায় নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে মোট ৫১ টি স্টল রয়েছে।