এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বাস্তব না হলেও জনমানব শূন্য, ঘুটঘুটে অন্ধকার, বাঁশঝাড়, শ্মশ্মাণ, নদীর ঘাট কিংবা পুরাতন জমিদার বাড়ীর শরীর শিউরে উঠা ভূতের গল্প বা ভৌতিক গল্প আমরা অনেক শুনেছি। ভ’তের গল্প গুলো কাল্পনিক ও অনে ক্ষেত্রেই অবাস্তব হলেও এবার দিনাজপুরের বিরলে ঘটে চলেছে এমন বাস্তব এক অদ্ভ’ত ঘটনা। দিনে এবং রাতে সব সময় একের পর এক অদ্ভুত অগ্নিকান্ড ও অদৃশ্য জায়গা থেকে ছুঁড়া ঢিলে একটি বাস্তব ভৌতিক গল্পের জন্ম দিয়েছে। আর ঘটনা ঘটেছে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র সীমান্ত এলাকা বালান্দোর ধেলু পাড়া গ্রামে। এবারেই প্রথম নয়, ধেলুপাড়াতে এর আগেও এমন অদ্ভুদ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৩/৪ বছর বন্ধ থাকার পর এবার গত সোমবার সন্ধ্যার আগে থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ওই পাড়ার বিভিন্ন বাড়ী ও খড়ের পোয়ালে আজগুবি ভাবে ধরছে আগুন। সেই সাথে অদৃশ্য স্থান থেকে কে বা কারা ছুঁড়ছে একের পর এক ঢিল। বর্তমানে আগুন ও ঢিল আংতকে ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে এই ধেলু পাড়ার মানুষ। ওই পাড়ার বাসিন্দাদের সাহস যোগাতে যদিও স্থানীয় জনপ্রতিনিধি ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর সদস্যরা খোঁজ খবর নেওয়াসহ পাড়াটিতে টহল জরদার করেছেন।
স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যার দিকে ওই পাড়ার মৃতঃ ওয়াহেদ আলীর ছেলে সাইফুল ইসলামের বাড়ীতে আজগুবি আগুন লাগলে বিরলের একটি দমকল বাহিনী ও স্থানীদের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরপর মঙ্গলবার দুপুরে একই পাড়ার মৃতঃ আব্দুস সোবহানের ছেলে মোকলেছুর রহমান (৫০) এর খড়ের পোয়ালে আগুন লাগলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রন করে।
ওই পাড়ার ধান ব্যবসায়ী মামুন জানান, শুধু আজগুবি ভাবে আগুন লাগছে তা নয় দিনে বা রাতে সব সময় অদৃশ্য জায়গা থেকে একের পর এক ঢিল ছুড়া হচ্ছে। এতে মানুষ আতংকিত হয়ে পড়েছে। তার ধরণা এটা ভ’ত বা দুষ্ট জীনের কাজ।
তিনি জানান, এমন ঘটনা ৩/৪ বছর আগেও ঘটেছিল। সেসময় অনেকের বাড়ী ও খড়ের পোয়াল আগুনে পুড়ে যায়। পরে হুজুর ও ওঝাঁ মাহাতদ্বারা দোয়া খায়ের এবং তদবীরের মাধ্যমে আমরা দুষ্ট জীনের হাত থেকে রক্ষা পাই। এবার আবার সেই একই অবস্থা।
সরজমিনে গিয়ে দেখা যায়, মানুষ আগুন থেকে বাঁচতে নিজের বাড়ী ও খড়ের পোয়ালে পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখছে। সকলের চোখে মুখে যেন আতংকের ছাপ। এসময় এ প্রতিনিধির আশ পাশে পড়তে থাকে অদৃশ্য জায়গা থেকে ছুড়া ঢিল।
ঘটনাস্থলে কথা হয় ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ মামুনের সাথে। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি প্রথম নয়। এই পাড়াতে এর আগেও এমন ঘটনা ঘটেছিল। মানুষ যেন আতংকগ্রস্থ না হয় তার জন্য আমরা সব সময় খোঁজ খবর নিচ্ছি। এছাড়া রামচন্দ্রপুর বিওপি’র বিজিবি সদস্যরাও এই ধেলু পাড়ায় টহল দিচ্ছেন এবং মানুষকে সাহস যোগাচ্ছেন। তবে আগুনের সূত্রপাত কথায় ও কোথাথেথে ঢিল আসছে এব্যপারে তিনি কিছু বলতে পারেননি।
ধেলু পাড়া জামে মসজিদের ইমাম মুনির উদ্দীন জানান, মহান সৃষ্টিকর্তা পৃথীবিতে জীন এবং ইনসান পাঠিয়েছেন। মানুষের মধ্যে দুষ্ট মানুষ আছে। তেমননি জীনদের মধ্যেও আছে। এখানে যা হচ্ছে, তাতে করে মনে হয়, এসব দুষ্ট জীন ঘটাচ্ছে।