ঢাকাTuesday , 4 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
February 4, 2025 2:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধূলা লেখাপড়ারই একটি অনুসঙ্গ। খেলাধূলা শরীর গঠন করে এবং মন ভাল রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ব্যাক্তি জীবনকে সুন্দর করে। খেলাধূলার মাধ্যমে স্কুল , উপজেলা , জেলা ও বিভাগ এবং জাতীয় পর্যায়ে ব্যাপক পরিচিতি ঘটায় এবং সফলতা স্বীকৃতি লাভ করা যায়। তিনি বিজয়ী এবং বিজিত সকল খেলোয়াড়কে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে সুন্দর পরিবেশে সুশৃঙ্খল ভাবে খেলা সম্পন্ন করায় আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, লুৎফন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, জেটিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ জাহাঙ্গীর হেলু, সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ নানা ধরণের খেলাধূলার বিষয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। সকলের সিদ্ধান্ত মতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে বিভিন্ন খেলা ধূলা অনুষ্ঠিত হবে। উপজেলার পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গণ ও তাদের প্রতিনিধি সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইভেন্টে সর্বোচ্চ পুরস্কার লাভ করে জোড়ুপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেললোয়াড়েরা।