ঢাকাTuesday , 4 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর পৌরসভায় ময়লা অপসারণ নিয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
February 4, 2025 1:02 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুর পৌর এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ নিয়ে উদ্ভূত সমস্যার পরিপ্রেক্ষিতে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর পৌর প্রশাসক ও উপসচিব মুহাম্মদ হাসিবুল আলম।
সভায় পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা, নাগরিক সমাজের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় নাগরিকরা ময়লা অপসারণে দীর্ঘসূত্রিতা, নির্দিষ্ট স্থানগুলোতে আবর্জনা জমে থাকা এবং ব্যবস্থাপনার অভাবসহ নানা সমস্যা তুলে ধরেন। পৌর কর্তৃপক্ষ এসব সমস্যার বাস্তবতা স্বীকার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, নায়েবে আমীর আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির নেতা সোহরাব হোসেন হাওলাদার, সনাক সভাপতি খান মোহাম্মদ শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ পৌরসভা মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
সভায় নাগরিকরা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ময়লা ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানান। তারা সবাই মিলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর মাদারীপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় সড়ক ও জনপথ (সওজ), এলজিইডি, পিডব্লিউডি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।