আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গাংনী উপজেলা পর্যায়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বিদ্যালয় মাঠে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম
সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল জ্বালিয়ে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডস, স্কাউট এবং ক্রীড়াবিদরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে।গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে ক্রীড়াবিদদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোবারক হোসেন, জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানীসহ গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে সেখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।