চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মঙ্গলবার অভিযানকালে নগরীর কর্নেল হাট সংলগ্ন মহাসড়কের পাশে যাত্রী ছাউনী দখল করে অবৈধ ভাবে মাংসের দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মাংসের দোকান উচ্ছেদ করে যাত্রী ছাউনী অবৈধ দখল মুক্ত করা হয়।