ঢাকাWednesday , 5 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ চমেক হাসপাতালে

Mahamudul Hasan Babu
February 5, 2025 1:30 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। যদিও ঠিক কী ধরনের অসুস্থতায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।
কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, শ্বাসকষ্টজনিত সমস্যার দেখা দিলে প্রথমে তাকে কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে আসা হবে।
একই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান বলেন, আমি তো এখনো রিপোর্ট পাইনি। বিষয়টা জানি না। জেনে জানাচ্ছি।