সফিকুল ইসলাম শিল্পী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে বুধবার বিকাল পর্যন্ত পুলিশের ২টি পিকআপ ভ্যানে উপজেলার বিভিন্ন একালায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরথান আলী (৪০), সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক (৪৪), পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় (২৪), ছাত্রলীগের সমর্থক নেকমরদ ইউনিয়নের ভবানীপুর (দেহনী), এলাকার আব্দুল কাদের আসাদুজ্জামান আসাদ (২৯), ভান্ডারা (দাসপাড়া) এলাকার করিমুলের ছেলে মেহেদী হাসান মুন্না (১৯),রানীশংকৈল পৌরসভার মুক্তা পাড়া এলাকা রকামরুজ্জামানের ছেলে
ইফতিয়ার রহমান (১৯)।
এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ,
বিস্ফোরক দ্রবাদি আইন ও তৎসহ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
