বোদা (পঞ্চগড় প্রতিনিধি) : পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নে শীতার্থ গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
বোদা সদর ৯নং ওয়ার্ড বিএনপির সহযোগীতায় ডাবরভাঙ্গা গ্রামে এহসানুল প্রধান লাবু ও নজিমুল আহসান প্রধান লাতুর পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আকতার হোসেন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হকিকুল ইসলাম, আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, কৃষক দলের আহবায়ক দেলোয়ার হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক রায়হান উল আলম প্রধান রিয়েল প্রমুখ।