ঢাকাSunday , 9 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাম্পান

Mahamudul Hasan Babu
February 9, 2025 3:36 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান চ্যাম্পিয়ন হয়েছে। চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় কর্ণফুলী টিমকে ১-০ গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন চ্যানেল আইয়ের রাশেদ। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের খেলায় কর্ণফুলী হালদা টিমকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে এবং সাম্পান দল সাঙ্গুকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল উঠে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বতী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
তিনি বলেন,এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু,সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ, ফুটবল খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।