ঢাকাWednesday , 12 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক

Mahamudul Hasan Babu
February 12, 2025 2:16 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা।

মঙ্গলবার দিবাগত মধ্যেরাতে জেলার গাংনী উপজেলার কাথুলী ধলা বিওপি’র সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত আজিবার উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে। বিজিবি’র কাথুলী ধলা বিওপি’র হাবিলদার মোহাম্মদ আলী আজ বুধবার দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কাথুলী ধলা বিওপি এলাকার সীমান্ত পিলার ১৩৪ এর টু এস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা অভিযান পরিচালনা করেন। অভিযানে দুটি প্লাস্টিকের বস্তার মধ্যে হলুদ স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০ টি পোঁটলায় ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয় । আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৯ হাজার টাকা। আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।