বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। বিরলের সাবেক স্কুল শিক্ষক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি
বাবু যোগেন্দ্র নাথ রায় (৭৮)আর নেই।
তিনি বৃহষ্পতিবার ভোর ৫ টায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন (দিব্যা- লো– স্বগচ্ছতু)। তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকাল সাড়ে ১১ টায় রাণীপুকুর ইউনিয়নের দক্ষিণ মাধবপুর শ্মশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বিরল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু যোগেন্দ্রনাথ রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।