ঢাকাSunday , 16 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আওয়ামী ও সহযোগী সংগঠনের আরও ২৩ নেতাকর্মী গ্রেফতার

Mahamudul Hasan Babu
February 16, 2025 2:11 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় আরও ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. হাসান (২১), মো. মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০), মো. মাসুম (২৯), আশরাফ উদ্দিন অশিক (৩৫), রুপক কান্তি নাথ (৪৫), ইসরাত আশরাফি অপি (২৪), মো. ইকবাল হোসেন শাহেদ (২৫), মো. লিমন (২৪), মো. মাহাবু আলম প্রকাশ মাহাবুব (৩৫), নবী হোসাইন (৪০), মো. নুর উদ্দিন (৩৪), মো. রিপন তালুকদার (৩০), ফজলুল হক (২৬), মো. জসিম উদ্দিন (৫২), মো. সাইফুল ইসলাম (৪২)।
এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. সাইদুর রহমান নাকিব (২৫), মো. শাকিল ইসলাম (১৯), ওয়াশিম আকরাম (২৪), মো. শফিউল আলম (৪২), আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মো. বাপ্পী (২৩)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।