পঞ্চগড় সংবাদদাতা: বৈষম্য বিশৃঙ্খলা, চাঁদাবাজির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ জাসদ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এক পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ইমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলামসহ প্রমুখ।
এসময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ, জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচার, গণহত্যাকারী ও লুটেরাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং বিদেশে পাচার কৃত টাকা ফেরত আনার দাবী জানান।