ঢাকাFriday , 21 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা

Mahamudul Hasan Babu
February 21, 2025 2:00 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ,বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ।

গাংনী উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভ’ূমি) মো. সাদ্দাম হোসেন,গাংনী থানার পক্ষে ওসি বানী ইসরাইল মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে।
পরে আজ শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে শহীদ দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন,অনুষ্ঠানের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক এর সঞ্চালনায় এসময় ২১ এর তাৎপর্য তুলে ধরে ব্ক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসার মো. সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী,গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সিানিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, ছাত্র সমন্বয়ক সাদ্দাম হোসেন জীবন , সন্ধানী স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী নওরীন জাহান প্রমুখ।
এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয় ও সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র সমন্বয়কবৃনদ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহিদ ভাষা শহিদসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।