মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : আগামী বুধবার ,২৬ ফেব্রুয়ারি পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল শোডাউন ও স্বাগত মিছিল হয়েছে। ডা. শফিকুর রহমানের ২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে জনসভা সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলাম,আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। উপজেলা আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁনের নেতৃত্বে প্রায় দুই শতাধীক মোটরসাইকেল নিয়ে উপজেলার বলরামপুর ইউনিয়ন থেকে শোডাউন শুরু করে পর্যায়ক্রমে উপজেলার রাধানগর, মির্জাপুর,ধামোর, তোড়িয়া ইউনিয়ন হয়ে আলোয়াখোয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে । পরে ২৬ তারিখের বিশাল জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে এবং ডা.শফিকুর রহমানের পঞ্চগড় আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত একটি মিছিল উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় হতে বের হয়ে ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দরা বিশাল মোটরসাইকেল শোডাউন ও মিছিল করে আটোয়ারীতে ইতিহাস সৃষ্টি করলো। শোডাউন ও মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলাম, ছাত্র শিবিরের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, শুভাকাঙ্খী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।