ঢাকাSunday , 23 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে কিন্ডার গার্টেনে ৩দিন ব্যাপি ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী। 

Mahamudul Hasan Babu
February 23, 2025 10:21 am
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পীরাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের ৩দিন ব্যাপি
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।
শনিবার ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে ওই স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (বি,বাড়িয়া) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জাহেদুর রহমান, বিএনপি সভাপতি আতাউর রহমান, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও ঔপন্যাসিক কুমের আলী।
এছাড়াও অনুষ্ঠানে রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির। এবং নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সম্পাদক খুরশীদ আলম শাওন।
এছাড়াও কবি ,সাহিত্যক, লেখক, গীতিকার, সংগীত ও আবৃত্তিকার, সাংবাদিক, সাবেক এমপি জামাতা, রাণীশংকৈল মিডিয়া জগত ও প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট, বেতার গীতিকার, দুই বাংলার আলোচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাণীশংকৈল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম (ইংলিশ) এবং শিক্ষক শিক্ষিকা ,ছাত্র- ছাত্রী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- অধ্যক্ষ মোস্তফা কামাল।
এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অতিথিদেরকে সম্মাননা উপহার দেয়া হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক প্রশান্ত বসাক।