ঢাকাSunday , 23 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

Mahamudul Hasan Babu
February 23, 2025 10:22 am
Link Copied!

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারীপুর দাখিল মাদ্রাসায় অবৈধভাবে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্যরা বলেন, ক্ষমতার অপব্যবহারকারী, দুর্নীতিবাজ, সীমাহীন ঘুষখোর ইউএনও ফজলে এলাহী এবং মুরারীপুর দাখিল মাদ্রাসার সুপার নুর আহম্মেদ যোগসাজশে অবৈধভাবে ৩টি পদে ৫০ লাখ টাকা উৎকোচ নিয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়ার অপরাধে সংশ্লিষ্ট ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা চলমান। ইউএনও ফজলে এলাহীকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার ও মাদ্রাসা সুপার নুর আহম্মদকে চাকরিচ্যুত করা সহ এই অবৈধ নিয়োগ বাতিল করা হোক। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে তাদের যৌক্তিক দাবী কার্যকর করা না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে। বঞ্চিত প্রার্থী ও মামলার বাদি শরীফ আহম্মদের সভাপতিত্বে এবং যুবদল নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে বক্তব্য দেন জুয়েল ইসলাম, গোলাম রইসুল, শাহজাহান, নেতা রইস উদ্দিন ঢালী।
উল্লেখ্য যে, ইউএনও ফজলে এলাহী বীরগঞ্জে যোগদানের পর থেকে তার সীমাহীন ঘুস-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল শিক্ষক কর্মচারীসহ আ’ম জনতা। তার বিরুদ্ধে হাটবাজার, মাটি ও বালুমহাল ইজারায় অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। এছাড়াও এলাহীর বিরুদ্ধে চরম স্বেচ্ছাচার ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং অন্যায়ভাবে এক শিক্ষককে বরখাস্ত করার অভিযোগ রয়েছে। এ কারণে তার অপসারণ ও শাস্তি চেয়ে ২০২৪ সালের ৪ই ডিসেম্বরে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষক ছাত্র-জনতা। কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রতিনিয়ত দুর্নীতি করেই যাচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার এবং মাদ্রাসা সুপারের সাথে তাদের কার্যালয়ে যোগাযোগ করে পাওয়া যায়নি এবং বেশ কয়েকবার মুঠোফোনে চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেন নাই।